(“জুন” ২০২৩ অনুযায়ী)
০১ | অফিসের নাম | নির্বাহী প্রকৌশলী ( এসওডি)-এর কার্যালয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঝিনাইদহ। | |
০২ | দপ্তর প্রধানের পদবী | নির্বাহী প্রকৌশলী | |
০৩ | কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা | ১১ জন | |
০৪ | আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি | ২টি | (১) ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি |
(২) মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি | |||
০৫ | আয়তন | ২৯৮৭ বর্গ কিঃমিঃ | |
০৬ | অন্তর্ভুক্ত জেলা | ০২টি (ঝিনাইদহ,মাগুরা) | |
০৭ | অন্তর্ভুক্ত উপজেলা | ১০টি( ঝিনাইদহ সদর,কোঁটচাদপুর,হরিণাকুণ্ড,মহেশপুর,কালীগঞ্জ,শৈলকুপা,মাগুরা সদর,মহম্মদপুর,শালিখা,শ্রীপুর) | |
০৮ | অন্তর্ভুক্ত ইউনিয়ন | ১০৩ টি | |
০৯ | অন্তর্ভুক্ত গ্রাম / বিদ্যুতায়িত গ্রাম | ১৭৭৯ টি | |
১০ | ৩৩/১১ কেভি সাব-স্টেশন | ২৩ টি | |
১১ | উপকেন্দ্রের ক্ষমতা | ২৬৫ এমভিএ | |
১২ | মোট নির্মিত লাইন | ১১৮৮০ কিঃমিঃ | |
১৩ | বিদ্যুতায়িত লাইনের পরিমাণ | ১১৮৮০ কিঃমিঃ | |
১৪ | সিস্টেম লস “জুন” ২০২৩ পর্যন্ত | (১) ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি-৯.৭৩% | |
(২)মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি-৯.৪৯% |
অফিসের কার্যক্রম :
১।বৈদ্যুতিক অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কাজের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ।
২। পবিসের বৈদ্যুতিক লাইন ও উপকেন্দ্র নির্মাণ।
৩। পবিবো/পবিস এর পূর্ত নির্মাণ কাজ।
২০২০-২১ কর বছরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ২১১.৪৫ কোটি টাকা কর প্রদান করায় “স্থানীয় কর্তৃপক্ষ” ক্যাটাগরিতে ১ম সর্বোচ্চ আয়কর প্রদানকারী নির্বাচিত হয়ে ট্যাক্স কার্ড ও সম্মাননাপত্র প্রাপ্ত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস