Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

২০২০-২১ কর বছরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ২১১.৪৫ কোটি টাকা কর প্রদান করায় “স্থানীয় কর্তৃপক্ষ” ক্যাটাগরিতে ১ম সর্বোচ্চ আয়কর প্রদানকারী নির্বাচিত হয়ে ট্যাক্স কার্ড ও সম্মাননাপত্র প্রাপ্ত হয়।


শিরোনাম
নতুন অফিস উদ্বোধন ও বিদায় অনুষ্ঠান
বিস্তারিত

❤️❤️নতুন অফিস উদ্বোধন ও বিদায় অনুষ্ঠান ❤️❤️

অদ্য ১৩/১২/২০২২ ইং খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড,ঝিনাইদহ এর নতুন অফিস উদ্বোধন ও একই সাথে নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম এর বদলী জনিত বিদায় ও অত্র দপ্তরের নিরাপত্তা প্রহরী এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাপবিবো, যশোর জোন;সভাপতির আসন অলংকৃত করেন কাজী মুনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী, বাপবিবো, ঝিনাইদহ;বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ কামাল,উপ-পরিচালক, দুদক,ঝিনাইদহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, দুদক,ঝিনাইদহ;সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর,ঝিনাইদহ; সহকারী প্রকৌশলী,বাপবিবো, ঝিনাইদহ /মাগুরা /কুষ্টিয়া /মেহেরপুরসহ সকল কর্মকর্তা-কর্মচারী।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/12/2022
আর্কাইভ তারিখ
13/12/2023